রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়া ও কেকেএস সেফ হোমের শিশুর উন্নয়নকল্পে মঙ্গলবার সকালে কেকেএস সেফ হোম পরিদর্শন করেছেন সেভ দ্য চিলড্রেন ও সুইজারল্যান্ড (সুইস মিডিয়া) থেকে আগত একটি প্রতিনিধি দল। এসময় কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তাদের সাথে কেকেএস সেফহোমের শিশুদের ভবিষ্যৎ উন্নয়নে সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।
পরিদর্শন দলে ছিলেন সুইজারল্যান্ড থেকে আগত প্যাট্রিক সলকা, ফেবিয়ান বাউচার, মিলেনা ব্যাসিন, জুদিথ চুলার। সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি হিসেবে আরো উপস্থিত ছিলেন রেজাউল করিম, ম্যানেজার, চাইল্ড প্রোটেকশন, সাইফুল ইসলাম খান সেলিম, ম্যানেজার, এ্যডুকেশন, ফিরোজা খাতুন, টেকনিক্যাল স্পেশালিস্ট (শিক্ষা)। কেকেএস এর প্রতিনিধি হিসেবে ছিলেন শাহাদৎ হোসেন, প্রোগ্রাম ম্যানেজার, কেকেএস টিপ-প্রকল্প, কর্মকর্তা রুমা খাতুন, অনিন্দ্য কুন্ডু প্রমুখ।