রাজবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার সকালে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবক ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ীর আয়োজনে সনাক সভাপতি প্রফেসর মো. নুরুজ্জামান এর সভাপতিত্বে রাজবাড়ীর সহকারী জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মধুসূদন সাহা। আলোচনা সভায় স্বাগত বক্তব্যে রাখেন সনাক সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ। সনাক সদস্য জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আবুল হোসেন কলেজ এর সহযোগী অধ্যাপক মুহাম্মদ আব্দুল মান্নান, রাজবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম শেখ, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা সুলতানা। বক্তারা বলেন, মায়েদের পাশাপাশি বাবাদেরও সন্তানদের লেখাপড়া বিষয়ে আরো যতœশীল ও দায়িত্ববান হতে হবে। বাড়িতে পড়াশুনার পরিবেশ তৈরি করতে হবে। তবেই গুণগত মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ। সমাবেশে অভিভাবক ও অংশগ্রহনকারীরা শিক্ষা প্রতিষ্ঠানে সুশাসন, জবাবদিহিতা, স্বচ্ছতা শিক্ষার পরিবেশ ইত্যাদি বিষয়ে মতামত সুপারিশ উপস্থাপন করেন। সমাবেশে প্রায় ২৫০ মানুষ অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি