রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ও মৌরাট ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দু’জনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা হলেন আব্দুর রহমান বিশ্বাস ও হাবিবুর রহমান মিয়া। গত শনিবার ২১ মে পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় আব্দুর রহমান বিশ্বাসকে বাহাদুরপুর ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও হাবিবুর রহমান মিয়াকে মৌরাট ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বভার প্রদান করা হয়। পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়োর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম (বুড়ো) এবং পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওহাব মন্ডল জানান, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপির বলিষ্ঠ নেতৃত্বে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সুসংগঠিত হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নেতৃবৃন্দ বলেন, বাহাদুরপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি ইমান আলী মাস্টার দীর্ঘদিন শারীরিক ভাবে অসুস্থ ও সাংগঠনিক ভাবে নিষ্ক্রিয় থাকার কারণে তার পরিবর্তে বাহাদুরপুর ইউপি আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান বিশ্বাসকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া মৌরাট ইউপি আওয়ামী লীগের সভাপতি এবিএম লিয়াকত আলী খানের মৃতজনিত কারণে মৌরাট ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মৌরাট ইউপি আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান মিয়াকে দায়িত্ব প্রদান করা হয়েছে।