কালজয়ী কবি
ফারহানা মিনি
তুমি কালজয়ী—–
মহাকাব্যের মহাকবি
কাব্যরসে পুঞ্জিভূত,
সিক্ত, সিঞ্চিত,
মানব হৃদয় ব্যাকুল।
সুপ্ত আগ্নেয়গিরির ঘুমন্ত লাভা
কিংবা বজ্রের আলোর ঝলকানি—
তব আমন্ত্রনে,
কাব্যের দ্বারে
বেড়িয়ে আসে সন্তোর্পণে
সাহিত্যের অঙ্গনে।
শাব্দিত ছন্দে ছন্দে
স্পর্শেন্দ্রীয় কম্পিত, পরিপূর্ন কাব্য রসে বিমোহিত করা।
পরিপূর্ণ পরিতৃপ্ত
তৃষ্ণিত হৃদয় হরা।
ফেনিল সমুদ্র প্রশ্বাসিত প্রাণবায়ু
নির্লিপ্ত নেশাতুর পূর্ণ আনন্দে
তব মহাকাব্যে।
হৃদয়ের ক্যানভাসে স্বযত্নেলালি তব—-
বসন্তকুমারী, রত্নাবতী, জমিদার দর্পণ
গৌরী সেতু, মুহররম,
বিষাদ সিন্ধু।
হানি অনুর্বর ভূমিতে
তৃপ্ত পরিতৃপ্ত
আস্বাদনে তব মহাকাব্যে
হে কালজয়ী কবি।