পরিব্রাজক
খোকন মাহমুদ
শুষ্ক মাঠ, কবে-কখন খুলে গেল শূন্য কপাট?
তার যতটকু ছায়া-আমি রোপণ করি নিমগ্নতায়
তবুও ঘুম, তবুও দীর্ঘ অনুবাদের ভেতর-
তুমি উঠে এসো, হে রাত্রির সমূহ স্নিগ্ধতা
একএকটি দিন, এক-একটি পথ রক্তপলাশের মতো উজ্জ্বল
পৃথিবীর শেষ প্রান্তে ছুটে গেছে নক্ষত্রের অগ্নিমাছ
সমুদ্রের নোনা জলে কে রেখে গেছে জন্মবীজ?
কতো কোটি বছর ধরে যেন তার নাম ধরে ডেকে গেছি…