ভগ্নহৃদয়
আজিজা খানম
যুগপৎ ধরে মনের গহীনে
প্রেম বিরহ দ্রোহের খেলা,
যখন তখন রাগ অনুরাগ
এমনই করেই ফুরায় বেলা।
পাওয়ার আশায় বুক ভরে
ওষ্ঠে রঙিন ঢেউ খেলে,
স্বপ্নগুলো ভাঙলে পড়ে
বৃষ্টি নামে অঝোর ধারে।
মন ভেসে যায় কথায় সুরে
নিত্য সুখের আবাস গড়ে,
দুঃখ যখন সুখ সায়রে
পিছন পানে তাকায় ফিরে।
প্রহরগুলো সাজায় নিতুই
অনুরাগের রঙিন আভায়
হৃদ মাঝারে বিজুলী চমক
ধাঁধায় দৃষ্টি বর্ষা নামায়।
মিলিত দোহার কাকলি কূজনে
নিবিষ্ট মন স্বপ্নীল আয়োজনে,
হঠাৎই ভাঙ্গে সুখের আবাস
মিথ্যে সবই গল্প আশ্বাস।
মন মাতানো দিনগুলো
আর কি আছে বুকের কোণে,
নেই যেন কোন সহায় হেথায়
ফাঁসছে নয়ন ধূম্রজালে।
সবই আছে চারদিক ঘিরে
মায়ার বাঁধন কাছে দূরে,
ক্লান্তিতে দেহ এলায় যখন
নিরব প্রহর নিঃসঙ্গ জীবন।