রাজবাড়ীতে শনিবার (৯ নভেম্বর) বিকেলে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বন্ধুসভার আয়োজনে প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জেলার সেরা শিক্ষককে সম্মাননা প্রদান ও কেক কাটা হয়।
বন্ধুসভার সদস্য নাহিদুল ইসলাম ফাহিমের সঞ্চালনায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজবাড়ী বন্ধুসভার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলো প্রতিনিধি এম রাশেদুল হক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আইয়ুব আলী সরদার, রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই প্রতিনিধি অ্যডভোকেট খান মোহাম্মদ জহুরুল হক, জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকির শাহাদত হোসেন, রাজবাড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ, দেশ রূপান্তর পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি আব্দুল হালিম বাবু ও এবছর জেলার শ্রেষ্ঠ নারী প্রধান শিক্ষক শাহানাজ পারভীন প্রমুখ।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন রাজবাড়ী বন্ধুসভার জ্যেষ্ঠ সহসভাপতি চৌধুরী ইমরুল আহসান তুহিন। এছাড়া এসময় বন্ধুসভার সদস্য সহ স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠানের ফাকে ফাকে চলে সঙ্গীত পরিবেশন। সঙ্গীত পরিবেশন করেন রাজবাড়ী বন্ধুসভার সদস্য শিল্পী আব্দুল জব্বার ও কানিজ ফাতিমা বেবি।
অনুষ্ঠানে পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আইয়ুব আলী সরদার বলেন, সাংবাদিকদের সব সময় বস্তুনিষ্ঠ এবং তথ্যবহুল সংবাদ পরিবেশন করা উচিত। যা প্রথম আলো সব সময় করে আসছে। এ কারনে প্রথম আলো আজও সেরাটা ধরে রেখেছে।
আলোচনা শেষে প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এ জেলার চার সেরা শিক্ষক নির্বাচিত হওয়ায় জেলার উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বাবর আলী, রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভীন, দুদুখান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার ইতি ও কেউটিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাফুজুর রহমান মিলন কে সম্মাননা প্রদান করা হয়।
চার শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিগণ।