রাজবাড়ীতে জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকালে রাজবাড়ী পৌর কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ আয়োজন করা হয়।
রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর আইনজীবী মো. নুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ফরিদপুর অঞ্চল পরিচালক এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চল সহকারী মো. দেলোয়ার হুসাইন, ফরিদপুর অঞ্চল টিম সদস্য অবঃ অধ্যাপক আবদুত তাওয়াব প্রমুখ। এসময় জামায়াতে ইসলামীর জেলা, উপজেলা, পৌর ও ওয়ার্ড কমিটির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ বলেন, আজকের শিশুটিও ১ লাখ ৪ হাজার টাকার ঋণ নিয়ে জন্মগ্রহণ করে এই বাংলাদেশে। আমরা বিজয়ের প্রথম ধাপ মাত্র অতিক্রম করেছি। যেই দিন দেশে একটি সুষ্টু নির্বাচন হবে। দেশে গণতান্ত্রিক সরকার কায়েম হবে। জনগণের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত সরকার কায়েম হবে। অর্থাৎ দেশ বৈষম্য মুক্ত হবে। চাঁদাবাজ মুক্ত হবে। ন্যায় বিচার কায়েম হবে। সেই দিনই হবে আমাদের চূড়ান্ত বিজয়। অন্যথায় যদি সামাজিক ন্যায় বিচার না আসে তাহলে মানুষের মর্যদা সমতা কোনটাই ফিরে আসবে না। সেজন্যই আমাদের জন্য সংস্কার অতি প্রয়োজন। আমরা এখন দেখছি অনেকে জাতীয় ঐক্যের কথা বলছেন। কিন্তু জাতীয় ঐক্যের কথা বলে তালগাছটা আমার বলে ধরে রাখছেন। এভাবে কখনও জাতীয় ঐক্য হতে পারে না। বাংলাদেশ জামায়েতে ইসলামী গণতন্ত্রে বিশ্বাস করে। আর তার চর্চা এ সংগঠনের মধ্যে রয়েছে। জামায়াতের সম্মেলনে চেয়ার ছুরাছুরি হয়না। যে সকল দলের মধ্যে নিজেরাই তাদের গণতন্ত্র রক্ষা করতে পারে না। তারা কিভাবে দেশের গণতন্ত্র রক্ষা করবে।