রাজবাড়ীতে জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য আলী মেওয়াজ মাহমুদ খৈয়মের নির্দেশনায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্যর্ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকালে রাজবাড়ী রেলওয়ে ষ্টেশনের সামনে থেকে একটি র্যালী বের করা হয়র্। র্যালিটি বড় বাজার, রেল গেট, পান্নাচত্তর হয়ে রেল ষ্টেশনের সামনে এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, হাসিনা দেশ ত্যাগের পর এখনো নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। রবিবার রাজবাড়ী সহ সারা দেশে শেখ হাসিনার নির্দেশে আমেরিকার সদ্য বিজয়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে সভা ও মিছিল করার নির্দেশনা দেওয়া হয়। এ নির্দেশনার প্রেক্ষিতে আওয়ামীলীগের কোন নেতাকর্মী যেন মাঠে না নামতে পারে তা প্রতিহত করার ঘোষণা দেন জেলা বিএনপির নেতারা।
জেলা বিএনপির সাবেক আহবায়ক নইম আনসারীর সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, সাবেক সহ সভাপতি এমএ গফুর, কেন্দ্রিয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম বকুল, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক গাজী আহসান হাবিব, ছাত্রদলের সাবেক সভাপতি রইস উদ্দিন ডিউক প্রমূখ।