রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে ফেরি পারাপারে ভাড়া নেয়ার অপরাধে যৌথ অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করেছে প্রশাসন। আটককৃতরা হলো গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নুরু মন্ডল পাড়া গ্রামের মো.শহিদ প্রামানিকের ছেলে আমজাদ হোসেন প্রামানিক (৩১), দৌলতদিয়া কিয়ামদ্দিন মোল্লা পাড়া গ্রামের মো. তারক আলী খাঁ’র ছেলে মো. এলাহী খা ঁ(৩২), দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়া গ্রামের দেলোয়ার ফকিরের ছেলে মোশাররফ ফকির (২৭)। গত ৬ নভেম্বর রাত সাড়ে ১১টায় দৌলতদিয়া ফেরিঘাটে অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়। আটককৃত তিনজন তাদের দোষ স্বীকার করলে তাদের প্রত্যেককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সহকারি কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ, সেনা ক্যাম্পের মেজর রেজাউর রহমান, সেনাবাহিনীর ক্যাপ্টেন সানজিদ আহমেদসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ, গোয়ালন্দ থানা পুলিশ এবং বিআইডব্লিউটিএ-এর সদস্যবৃন্দ।