রাজবাড়ী জেলা পর্যায়ে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটির বাজার তদারকি কার্যক্রমে ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
জানা গেছে, মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় রাজবাড়ী দুধ বাজার এলাকার মজনু সবজি ঘরকে পাঁচশ টাকা, শিমুল স্টোরকে পাঁচশ টাকা, সাত্তার সবজি ভান্ডারকে পাঁচশ টাকা, পেঁয়াজ বাজার এলাকার শহিদ স্টোর পাঁচশ টাকা, যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় পান বাজারের মন্ডল কসমেটিক্স ও ভ্যারাইটিজ স্টোরকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
রাজবাড়ী জেলা পর্যায়ে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ‘‘বিশেষ টাস্কফোর্স’’ কমিটি রাজবাড়ী আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তারিফ-উল-হাসানের নেতৃত্বে মোল্লা ইফতেখার আহমেদ নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসন, মোস্তফা আল রাজীব জেলা (ভারপ্রাপ্ত) মৎস্য কর্মকর্তা, এ কে এম শাহনেওয়াজ জেলা (ভারপ্রাপ্ত) খাদ্য নিয়ন্ত্রক, নাঈম আহমেদ জেলা কৃষি বিপণন কর্মকর্তা, ডা. মো, উমর ফারুক সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সেলিম উদ্দিন সদর উপজেলা নিরাপদ খাদ্যক পরিদর্শক রাজবাড়ী এবং শিক্ষার্থী প্রতিনিধি শীতল গাজী. অলোক বৈদ্য্, এএসআই, পুলিশ লাইন্স, জেলা পুলিশ রাজবাড়ী অংশ নেন।
এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহ ন্যায্যমূল্যে বিক্রয় করা হচ্ছে কিনা তা যাচাই ও তদারকি করা হয়। একই সঙ্গে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ, ক্রয় রশিদ সংরক্ষণ, ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, পলিথিন বর্জন এবং পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়।