রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়ার লক্ষিত শিশুদের অন্তর্ভুক্তিকরণে উপজেলা প্রশাসনের সাথে অ্যডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা হলরুমে কেকেএস পিভিসিইভি প্রকল্পের আয়োজনে ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র।
কেকেএস প্রকল্প সমন্বয়ক রুমা খাতুনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, উপজেলা শিশু ও মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. আজিজুল ইসলাম, মো. আসাদুজ্জামান খান, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সহিদুল ইসলাম, সেভ দ্য চিলড্রেন ম্যানেজার মো. সাইফুল ইসলাম খান সেলিম, সহকারি ম্যানেজার (শিক্ষা) ফিরোজা খাতুন, ফকীর আব্দুল জব্বার গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মানিক শেখ সহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সমাজের অসহায় শিশুদের নিয়ে সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় কেকেএস পিভিসিইভি প্রকল্প দীর্ঘদিন কাজ করে আসছে। প্রকল্পটির সকল প্রকার কার্যক্রম ডিসেম্বর মাসেই শেষ হতে যাচ্ছে। এ পর্যায়ে এ প্রকল্পের যৌনপল্লীর যেসকল শিশুরা উপকারভোগী হিসাবে ছিলেন তাদের বর্তমান অবস্থার কথা চিন্তা করে সরকারি দপ্তর হতে তাদের কার্যক্রম পরিচালনায় সহযোগিতা কামনা করেন কেকেএস সংস্থা ও সেভ দ্য চিলড্রেন কর্মকর্তাবৃন্দ।