রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, উজানচর ইউপি চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন প্রমুখ। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য ব্যবস্থা নেয়া, সম্প্রতি অনুষ্ঠিত হওয়া সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা সুন্দর ও শান্তিপূর্ণ গোয়ালন্দে উদযাপন হয়েছে বলে সবাই অভিমত ব্যক্ত করেন। তারা আরও বলেন, এসময় কোনো অপ্রিতিকর ঘটনা ঘটেনি। এছাড়াও গত ১৩ অক্টোবর থেকে শুরু হয়েছে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান। এ অভিযানে উপজেলা প্রশাসন ৩৯ জন জেলেকে প্রায় আড়াই লক্ষ টাকা জরিমানা করেছে, সেই সাথে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে এবং জব্দকৃত ইলিশ মাছগুলো বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও জানান। এছাড়াও উপজেলা বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বেচাকেনা এবং সেবন বন্ধে সচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণা করা, ফেরিতে জুয়া খেলা নিযন্ত্রণে ব্যবস্থা নেয়া সহ উপজেলার আইন-শৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।