রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম মঙ্গলবার দুপুরে পাংশা উপজেলা পরিষদের পুকুরের মাঝে নবনির্মিত দৃষ্টিনন্দন গোলঘর “জল-তরঙ্গ” উদ্বোধন করেন। বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি ফিতা কেটে ও ভিত্তিপ্রস্তর নাম ফলক উন্মোচনের মধ্য দিয়ে জল-তরঙ্গ নামের দৃষ্টিনন্দন গোলঘরের উদ্বোধন করেন।
এ সময় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোবিন্দ কুন্ডু, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, এলজিইডির পাংশা উপজেলা প্রকৌশলী মো. জাকির হাসান, পিআইও অফিসের উপসহকারী প্রকৌশলী মো. হেকমত আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নবনির্মিত দৃষ্টিনন্দন গোলঘরের পরিকল্পনায় ও বাস্তবায়নে রয়েছেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী। বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম পুকুরের মাঝে ব্রিজসহ দৃষ্টিনন্দন গোলঘর নির্মাণে উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।