গাঁঠরি কম্বল পাটি
মো. রহমত আলী
সারাবেলা ঘুরে-ঘুরে,
এ দ্বার ও দ্বার ভিক্ষা চেয়ে,
পেল যে পাঁচ টাকা খয়রাত,
সেই পয়সায় পেট নাহি ভরে,
করলো নেশা মন খুলে,
নেশায় ঢুলে-ঢুলে পথে
আবার ভিক্ষা চাইতে থাকে।
এক বাড়িতে ভাত চেয়ে সে !
পাইলো ক’টি শুকনো রুটি,
তাই খেলো সে জলে ডুবিয়ে,
ঢেকুর একটা দিলো কশে,
বললো আবার দীর্ঘশ্বাসে
খোদা তোমার শুকরিয়া করি
খাওয়াইলে আমায় রুটি খানি।
গাঁঠরি, কম্বল, পাটি, হাতে
বসলো এসে বটের নিচে,
বিছালো আগে পাটি খানি,
গাঁঠুরি টাকে শিথান বানালো,
ধীরে বদন লুটিয়ে দিল,
মাটির কোলে আরাম করে
ছেঁড়া কম্বলে ঢেকে নিলো
পাপী বদন নিজখানা !
মাওলা জিকির করতে-করতে
ঘুমিয়ে গেল রাতের বুকে,
হঠাৎ করে স্বপ্ন ঘোরে
মৃত্যুবরণ করলো শেষে ॥
খালিশপুর খুলনা