রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি সোমবার বিকেলে নাদুরিয়া ঘাট-লাঙ্গলবাধ বাজার নির্মানাধীন গড়াই ব্রিজ পরিদর্শন করেন। এসময় ইউএনও মোহাম্মাদ আলী, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান, ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালক নূর উদ্দিন বাবুল, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোর্শেদ আরুজ ও কসবামাজাইল ইউপির চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন। বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি আগামী বছরের জুনের মধ্যেই গড়াই ব্রিজের নির্মাণ কাজ শেষ হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পিল্টু জোয়ার্দ্দার। অনুষ্ঠানে মিসেস সাঈদা হাকিম, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহাব মন্ডল, প্রচার সম্পাদক লাবলু বিশ্বাস, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল বিশ্বাস সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।