দেশের অন্যতম নৌরুট মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা রো রো (বড়) ফেরিকে পাটুরিয়া থেকে আসা আরেক ফেরি আঘাত করলে ফেরিসহ দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় দুই ঘন্টা যানবাহন পারাপার ব্যাহত হয়। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ৭টার দিকে।
ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরে থাকা প্রাইভেটকারটি কুষ্টিয়া যাচ্ছিল। যাত্রীবাহি মাইক্রোবাসটি যাচ্ছিল রাজবাড়ীর খানখানাপুর। ক্ষতিগ্রস্ত গাড়ির চালকসহ যাত্রীরা ফেরি বন্ধ রাখায় ঘাটে আটকে থাকা চালক-যাত্রীরা দুর্ভোগে পড়েন। বিআইডব্লিউটিসি কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থার আশ্বাস দিলে প্রায় দেড় ঘন্টা পর ফেরি লোড নিয়ে ঘাট ছাড়ে।
প্রাইভেটকার যাত্রী আলমান হাসান মামুন বলেন, ফেরিটি মাঝ নদীতে পৌঁছে কুয়াশার কারণে নোঙর করে। সতর্কের পরও আমাদের ফেরিকে অপর ফেরি ডান পাশে আঘাত করায় গাড়ির পিছনের অংশ ভেঙ্গে যায়। তিনি এব্যাপারে সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
মাইক্রোবাসযাত্রী সদর উপজেলার খানখানাপুর দত্তপাড়ার হাসান বেপারী বলেন, দেশে ফিরছি বলে মা, ভাই, বোন, ভাগ্নে-ভাগ্নি বিমানবন্দরে যান। ফেরার পথে ফেরিতে হঠাৎ করে আঘাত করায় ফেরির রেলিং ভেঙ্গে আমাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ভেবেছিলাম ফেরি থেকে গাড়ি ছিটকে নদীতে পড়ে গেছে।
বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির মাষ্টার হাসান আলী বলেন, মাঝ নদীতে পৌঁছে কুয়াশায় আটকা পরি। কিছুক্ষণ পর পিছনে ফেরি ভাষা বরকত দেখে মাইকে সতর্ক করি। ৭টার দিকে অতিক্রম করার সময় ভাষা বরকত ফেরির সামনের পকেটে আঘাত করায় গেট ভেঙ্গে প্রাইভেটকার ও মাইক্রোবাসে আঘাত করে। এ আঘাতে ফেরিরও অনেক ক্ষতি হয়েছে।
ভাষা শহীদ বরকত ফেরির মাষ্টার সাইফুল ইসলাম বলেন, কুয়াশায় দূর থেকে মনে হচ্ছিল সমস্যা হবে না, ভেবেই পাশ কাটিয়ে যাওয়ার সময় স্রোতে ফেরির মুখ ঘুরে গিয়ে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের সাথে আঘাত লাগে। এটা দুর্ঘটনা ছাড়া আর কিছুই না।
সকাল সাড়ে ৮টার দিকে বিআইডব্লিউটিসির কর্মকর্তারা পৌঁছে উভয় পক্ষের সাথে আলোচনা করে সমাধানের আশ্বাস দিলে সাড়ে ৮টার পর যানবাহন লোড নিয়ে সকাল পৌনে ৯টার দিকে একে একে ফেরিগুলো পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নাছির মোহাম্মদ চৌধুরী বলেন, উভয় পক্ষের কথা শুনে সমাধানের চেষ্টা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত গাড়ি মালিকদের দাবির প্রেক্ষিতে অভিযুক্ত ভাষা শহীদ বরকত ফেরির মাষ্টারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।