রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মনির হাসান (৪২)কে মৃত্যুদন্ড দিয়েছেন রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক বিচারক জান্নাতুল লিলিফা আক্তার জা এ রায় দেন। দন্ডপ্রাপ্ত মনির হাসান বালিয়াকান্দি উপজেলার নলিয়া গ্রামের মৃত কাজী নজরুল ইসলামের ছেলে। তাকে পেনাল কোড ১৮৬০ এর সেকশন ৩০২ এ আনীত অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়। রায়ের পর তাকে জেল হাজতে পাঠানো হয়।
গত ২০২৩ সালের ২৯ জুন তারিখে সদর থানার বানিয়ারী গ্রামে আসামী মনির হাসান তার স্ত্রী হাসি বেগমকে দিবাগত মধ্যরাতে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গোয়াল ঘরে গরুর পানি ও খাবার খাওয়ানের চাড়ের মধ্যে চুবিয়ে হত্যা করা হয়। পরে এ হত্যার দায় পুলিশের কাছে স্বীকার করেন আসামী। স্বীকারোক্তির পর তার বিচার কার্য শুরু হয়। সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হলে এ রায় প্রদান করেন আদালত।