রাজবাড়ী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল আলম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাসুদুর রহমান রুবেল, কৃষি সম্প্রসারন অধিদফতরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এম ইফতেখার মজিদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ হোসেন, সওজ এর নির্বাহী প্রকৌশলী মো. রাজস খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাকারিয়া, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল আমিন, এনএসআইয়ের উপপরিচালক কামাল আহমেদ, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মামুন-অর-রশিদ, জেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) সেলিনা পারভীন, জেলা তথ্য অফিসার রেখা, জেলা শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. আবু কাউছার, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোস্তারী জাহান ফেরদৌস, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এস.এম. হাফিজুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. আজমীর হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী সৈয়দ আরিফুল হক, আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ সহকারী পরিচালক মো. আবজাউল আলম, শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী রতীশ চন্দ্র সেন, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. হাবিবুজ্জামান, পাট পরিদর্শক আজিম-উল ইসলাম, কৃষি বিপনন কর্মকর্তা নাঈম আহমেদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ সরকারী বিভিন্নœ দপ্তরের দপ্তর প্রধান ও তাদের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
সভায় বিভিন্ন সরকারী দপ্তরের দপ্তর প্রধান ও তাদের প্রতিনিধিরা তাদের কার্যসূচী উপস্থাপন করেন। পরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা শেষে জাতীয় শুদ্ধাচার কৌশলের ব্যাপক প্রচার এবং জনঅবহিতকরণের জন্য মতবিনিময় সভা, করাতকল তদন্ত প্রতিবেদন ও কাগজপত্র পরীক্ষা নিরীক্ষাপূর্বক লাইসেন্স প্রদানের বিষয়ে সুপারিশ প্রণয়ন কমিটির সভা, জেলা কর্ণধার কমিটির সভা, জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্সের ত্রৈমাসিক সভা, তথ্য অধিকার বাস্তবায়নে জেলা অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ কমিটির সভা, জেলা পণ্য বিপণন মনিটরিং কমিটির সভা, জেলা ব্র্যান্ডিং সংক্রান্ত সভা, জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাসহ অন্যান্য সভা অনুষ্ঠিত হয়।