রাজবাড়ীর গোয়ালন্দে ছাত্রদল কর্মী ফারুক সরদার হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নং আসামি ফজল শেখ (৩৯) ও সন্দেহভাজন অপর আসামি ইউসুফ মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে রাজবাড়ীর গোয়েন্দা পুলিশ। গত সোমবার দুপুরে ফজলকে মানিকগঞ্জের হরিরামপুর এবং ইউসুফকে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ফজল শেখ গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ার সোনাউল্লাহ শেখের ছেলে এবং ইউসুফ মন্ডল দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার মোহন মন্ডলের ছেলে।
গত ১২ অক্টোবর শনিবার রাত সাড়ে ৯ টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীতে ফারুক সরদারকে ডাব কাটার ধারালো সোল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। পরে রাত ১১ টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ফারুকের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে ১৩ অক্টোবর ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব বলেন, রাজবাড়ী ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন তথ্যের ভিত্তিতে সোমবার বেলা ১২ টার দিকে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বাংলা বাজার এলাকা থেকে মামলার এজাহারনামীয় ৪ নং আসামি ফজল শেখ এবং একই দিন বিকালে ইউসুফকে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।