নানা আয়োজনের মধ্য দিয়ে জেলার ৫ উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
বালিয়াকান্দি প্রতিনিধি জানান,
বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছ। বালিয়াকান্দি বাজারে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্যোগ মোকাবেলা কিভাবে করতে হয় তা জনসম্মুখে শিখিয়ে দেন। উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মো, হাসিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, ফায়ার সার্ভিসের ইউনিট অফিসার শরাফাত আলী প্রমূখ।
পাংশা প্রতিনিধি জানান,
আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাংশা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে রাজবাড়ীর পাংশায় নানান কর্মসূচির মধ্য দিয়ে দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পাংশা উপজেলা পরিষদ চত্তরে মহড়া, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাসুদর রহমান রুবেল’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, ফায়ার সার্ভিস পাংশা স্টেশন কর্মকর্তা মো. রয়েল আহম্মেদ প্রমূখ। আলোচনা সভা শেষে ভূমিকম্প ও অগ্নিকান্ড হলে করণীয় বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ প্রতিনিধি জানান,
“আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্যে রাজবাড়ী গোয়ালন্দে দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দৌলতদিয়া বাস টার্মিনালে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু সাইদ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন এর টিম লিডার মো. সাবেকুল ইসলাম, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবুল হোসেন, সাধারণ সম্পাদক শামীম শেখ প্রমুখ। এ সময় টার্মিনালে নানান পেশার শত শত মানুষের উপস্থিতিতে গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের টিম লিডার মো. সাবেকুল ইসলাম আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল শিখিয়ে দেন এবং আগুণ লাগা অবস্থায় কিভাবে একজন মানুষকে বাঁচাতে হবে ফায়ার সার্ভিস কর্মীদের মহড়ার মাধ্যমে প্রদর্শন করেন।
কালুখালী প্রতিনিধি জানান,
আগামী প্রজন্মকে সক্ষম করি,দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি – এই প্রতিপাদ্য সামনে রেখে সোমবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। সকালে কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে র্যালী বের হয়। পরে কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন কালুখালীফ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী। আলোচনা সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, উপজেলা একাডেমির সুপার ভাইজার ইমতিয়াজ দেওয়ান মুরাদ, উপ সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম,কালুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: বাকী বিল্লাহ, কালিকাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শিক্ষক আশরাফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে কালুখালী ফায়ার সার্ভিসের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।