মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক ॥
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৪২৮ Time View

‘আগামী প্রজন্মকে সক্ষম করি-দুর্যোগ শহনশীল ভবিষ্যৎ গড়ি’ স্লোগানে রাজবাড়ীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসনের আয়েজনে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে রাজবাড়ী সদর উপজেলার সূর্যনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, অগ্নিকান্ড ও ভূমিকম্প সংক্রান্ত নানা ধরনের মহড়া করা হয়। মহড়ায় অংশ নেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্য ও স্কুল শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজবাড়ী ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সির্দ্ধার্থ ভৌমিক, রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, রাজবাড়ী ফায়ার ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. মানোয়ার হোসেন ও সূর্যনগর দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম বিশ্বাস প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com