গত বুধবার বিভিন্ন গণমাধ্যমের শিরোনামে “রাজবাড়ী বাস মালিক সমিতির মন্দিরের প্রতিমা ভাঙচুর” এই নামে একটি নিউজ প্রচার হয়েছে।
প্রকাশ থাকে যে, এবছর রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের আয়োজনে জেলায় কোন শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হচ্ছে না। দীর্ঘ বেশ কয়েক বছর যাবৎ রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের আয়োজনে ইফতার মাহফিল, হযরত খাজা মাঈনদ্দীন চিশতী(রহ) এর বার্ষিক ওরস এবং শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হত। কিন্তু বর্তমানে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ আর্থিক ব্যয় সংকোচন নীতির কারনে উক্ত তিনটি ধর্মীয় অনুষ্ঠান সাময়িক স্থগিত করা হয়েছে। কিন্তু বুধবার বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রচার করে যে ‘রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক সমিতির মন্দিরের প্রতীমা ভাঙচুর হয়েছে”। এবছর রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের জেলা কার্যালয়ের দক্ষিণ পাশে সজ্জনকান্দা মধঢপাড়া সার্বজনীন দুর্গা মন্ডপ এই ব্যানারে স্থানীয় হিন্দু সম্প্রদায় দুর্গা পুজার আয়োজন করেছে। যেটি অত্র মালিক গ্রুপের কোন পূজা নয়।
তবে আমরা এই প্রতিমা ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি একই সাথে দায়ীদের গ্রেফতারে শাস্তি জানাচ্ছি।