‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষাগত সোমবার বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় শারীরিক মাপ ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এর সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের মধ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
লিখিত পরীক্ষায় উপস্থিত থেকে কেন্দ্র পরিদর্শনসহ সার্বিক বিষয়ে তদারকি করেন বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপস্) মো. সিদ্দিকুর রহমান ও, রাজবাড়ীর পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন। এসময় নিয়োগ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ।