রাজবাড়ীর গোয়ালন্দে শিক্ষার্থীদের উদ্যোগে মাদক বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বর হতে বের হওয়া এ পদযাত্রার আয়োজন করে অরাজনৈতিক সংগঠন স্টুডেন্টস কমিউনিটি গোয়ালন্দ। পদযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর হতে ঢাকা-খুলনা মহাসড়ক ও গোয়ালন্দ বাজার প্রধান সড়ক হয়ে গোয়ালন্দ বাজার গিয়ে শেষ হয়। পদযাত্রায় বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
পদযাত্রা হতে “মাদককে না বলুন, মাদক ব্যাবসায়ী যেখানে-প্রতিরোধ হবে সেখান, তারুণ্যের হুংকার-মাদক ব্যবসায়ী বাংলা ছাড়, আমার স্বাধীন বাংলায় মাদকের ঠাই নাই, আমার প্রিয় গোয়ালন্দে মাদকের ঠাই নাই” সহ বিভিন্ন স্রোগান দেয়া হয়।
পদযাত্রায় অংশ নেন সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের শিক্ষক জাকির হোসেন, সান-সাইন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ নুরতাজ আলম রবিন, গোয়ালন্দ প্রপার হাইস্কুলের শিক্ষক শফিক মন্ডল, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের ছাত্র আলিম খান, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের ছাত্র আবিদ হাসান লামিম, গন বিশ্ব বিদ্যালয়ের ছাত্র সাকিব বিশ্বাস, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুনায়েদ সাজিদ, তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী জান্নাতুল ফেরদৌস, রাজবাড়ী সরকারী কলেজের ছাত্রী আফসানা মিমি, রাজবাড়ী সরকারী কলেজের ছাত্র আশিকুর রহমান, সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ছাত্র খন্দকার মেহেদী হাসানসহ বিভিন্ন কলেজ -বিশ্ব বিদ্যালয়ের অর্ধশত ছাত্রছাত্রী।