সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব মঙ্গলবার তবোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে। এ বছর রাজবাড়ী জেলায় ৪৪১টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তুলির আঁচড়ে প্রতিমাগুলো নিপুণ হাতের ছোঁয়ায় ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি সাজানো হয়েছে প্যান্ডেল ও আলোকসজ্জা।
এ বছর রাজবাড়ী জেলায় মোট ৪৪১টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রাজবাড়ী সদরে ১১০টি, গোয়ালন্দ উপজেলায় ২৬ টি, বালিয়াকান্দি উপজেলায় ১৪৭টি, পাংশায় উপজেলায় ১০১টি ও কালুখালী উপজেলায় ৫৭টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ৯ অক্টোবর ষষ্ঠীপূজা। ১০ অক্টোবর সপ্তমী, ১১ অক্টোবর অষ্টমী পূজা অনুষ্ঠিত হবে। ১২ অক্টোবর নবমী ও ১৩ অক্টোবর দশমী পূজার মধ্যে দিয়ে শেষ হবে এই উৎসব।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপম কুমার দাস বলেন, জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মন্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগাতে বলা হয়েছে। সবকিছু ঠিক আছে। তাই মন্ডপের নিরাপত্তা নিয়ে আমাদের মাঝে কোনো শঙ্কা নেই। এ উৎসবে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই অংশ নেয় বলে জানান তিনি।
রাজবাড়ীর পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন বলেন, চার স্তরের নিরাপত্তার বলয় থাকবে জেলা পুলিশের পক্ষ থেকে। প্রতিটি উপজেলাতে পোশাকে ৬ জন পুলিশ সদস্যের তিনটি করে মোবাইল টিম থাকবে এবং প্রতিটি উপজেলায় ১০টি মোটরসাইকেল মোবাইল টিম থাকবে। এছাড়া সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজায় জেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।