মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে মঙ্গলবার ‘ডেঙ্গু প্রতিরোধ ও কিশোর স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালা’ সরকারি আদর্শ মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে এম ইকরামুল করিম।
বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আবু জিহাদ আনছারী। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সিভিল সার্জন ডা. মো. রহিম বকস। কিশোর স্বাস্থ্য বিষয়ক আলোচক ছিলেন রাজবাড়ী সদর হাসপাতালের মেডিকেল অফিসার (অবস এন্ড গাইনি) ডা. উম্মে জোহরা তানি।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক কবি ইউসুফ বাশার আকাশ, কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীরা।
সভাপতিত্ব করেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাসির।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সহ সভাপতি সহকারী অধ্যাপক আহসান হাবীব।