রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ও দৌলতদিয়া পদ্মা নদীর ভয়াবহ ভাঙন রোধে জরুরী ব্যবস্থা নেয়ার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে দেবগ্রাম ও দৌলতদিয়া এলাকাবাসির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নদী শাসন ও সম্প্রতি ভাঙ্গন রোধের দাবিতে বক্তব্য রাখেন দেবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মোহন মন্ডল, দেবগ্রাম এলাকার স্থানীয় বাসিন্দা ডা. আবুল হোসেন, পৌর যুব দলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ, কুশাহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. রফিকুল ইসলাম, মো. জামাল মুন্সী প্রমুখ।
বক্তারা বলেন, বিগত ১৫/১৬ বছর আওয়ামীলীগ সরকারের এমপি ও স্থানীয় জনপ্রতিনিধি ভাঙ্গন রোধে শুধু আশ্বাসই দিয়ে গেছেন। ইতিমধ্যে ৪ টি মৌজার ৪০/৫০ বিঘা জমি বিলীন হয়ে গেছে। অবিলম্ব ভাঙ্গন রোধে কিছু না করা হলে আমরা অনশন কর্মসূচি করতে বাধ্য হবো। মানববন্ধন শেষে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আমি ভাঙ্গনের স্থান পরিদর্শন করে ইতিমধ্যে উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। বিআইডব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাট ও ফেরিঘাট এলাকায় ১০ হাজার বস্তা জিও ব্যাগ ফেলবে এবং দেবগ্রাম এলাকার ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা হয়েছে খুব শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে।