দুর্গা পূজা উপলক্ষে রাজবাড়ী নাগরিক কমিটির উদ্যোগে দুঃস্থ ও অসহায় নারীদের বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ভাজনচালা শীতলা মন্দির প্রাঙ্গনে এসব বস্ত্র বিতরণ করা হয়। ৩০ জন দুঃস্থ ও অসহায় মহিলাকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার তুলে দেন নাগরিক কমিটির সভাপতি জ্যোতি শংকর ঝণ্টু, সাধারণ সম্পাদক ফকির শাহাদত হোসেন, কৃষক সমিতির সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, কৃষক সমিতির সহ-সভাপতি নায়েব আলী, নাগরিক কমিটির সদস্য গোলাম মোস্তফা, দিলীপ চাকী, জাতীয় কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম, নাগরিক কমিটির সদস্য পরিমল সরকার, ছাত্র নেতা তন্ময় দাস প্রমুখ।
সভাপতি জ্যোতি শংকর ঝন্টু বলেন, শত প্রতিকূলতার মধ্যে দূর্গাপূজা হচ্ছে। মন্দিরে স্বেচ্ছাসেবক থাকতে হবে। মন্দিরে সিসি ক্যামেরা রাখতে হবে। দেবী দুর্গার ন্যায় মহিষাসুরকে বধ করতে হবে। সমাজ থেকে দুর্নীতি বন্ধ এবং বৈষম্য দূর করতে হবে।