দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় অবস্থিত সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজে অধ্যয়নরত রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠীত পদ্মা কন্যা রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ পরিষদের কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড লোকমান চেয়ারম্যান পাড়া গ্রামের বাসিন্দা দেলোয়ার মন্ডলের ছেলে ইব্রাহিম মন্ডল ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা অনার্স চতুর্থ বর্ষের ছাত্র।
গত ৫ অক্টোবর পদ্মা কন্যা রাজবাড়ী জেলা ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আয়নাল আহসান এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত সংগঠনের প্যাডে এ কমিটি অনুমোদন দেয়া হয়। এ কমিটির সাধারণ সম্পাদক হিসাবে রাজবাড়ী সদরের বাসিন্দা, কবি নজরুল সরকারি কলেজের চতুর্থ বর্ষের ছাত্র মো. বিপ্লব কাজী নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি ইব্রাহিম মন্ডল জানান, পদ্মা কন্যা রাজবাড়ী ছাত্র কল্যাণ পরিষদ একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। যে সংগঠনটি বিভিন্ন জেলা হতে আগত কলেজে বিশেষ করে রাজবাড়ী জেলা হতে আগত ভর্তিচ্ছুক ছাত্রদের বিভিন্ন রকম সহযোগিতা করার লক্ষে গঠন করা হয়েছে। এমন একটি চমৎকার ও ভালো সংগঠনের একজন কর্মী হতে পেরে আমি গর্বিত। সংগঠনের প্রতিষ্ঠাতা ও কমিটির নেতৃবৃন্দ আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি জেনো সে দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। তিনি আরও বলেন, এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন দিয়েছে। এক মাসের মধ্যে সুন্দর একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে পারি সেক্ষেত্রে কমিটির অন্যান্যদের সহযোগিতা কামনা করেন তিনি।