“জন্ম-মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন” প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে বর্ণাঢ্য র্যালীটি উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্রদীপ কান্তি পাল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান খান, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল।
উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, জন্ম নিবন্ধন জটিলতা সমস্যা নিরসনে প্রতিনিয়ত কাজ করতে হচ্ছে। শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে উপজেলার সকলকে জন্মনিবন্ধন করতে তাগিদ দেন তিনি। পাশাপাশি কোনো ব্যাক্তি মৃত্যুর পরেই পরিবারের সকলকে নিজ নিজ পৌরসভার ও ইউনিয়ন পরিষদ হতে মৃত্যু সনদ নিতে আহবান জানান। তিনি আরও বলেন, শিশুদের জন্মনিবন্ধনের ক্ষেত্রে স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তাদের সজাগ দৃষ্টি রেখে শিশুর টিকা কার্ড, পিতা-মাতার জন্মনিবন্ধনের কপি সঠিকভাবে দেখে অনলাইনে নিবন্ধন ফরম পূরণ করার পরামর্শ দেন। শিশুর জন্মের পর হাসপাতাল কর্তৃপক্ষকে টিকা কার্ড দেয়ার ক্ষেত্রে তাদের পিতা-মাতার পরিচপত্র দেখে কার্ড পূরণ করার পরামর্শ দেন এবং দ্বিতীয় বার টিকা নিতে আসা সকল অভিভাবকদের অবশ্যই শিশুর জন্মনিবন্ধন হয়েছে কি না সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন তিনি।