রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড ফেলু মোল্লার পাড়ায় দুদিনের ভারী বৃষ্টিতে বায়তুন নূর জামে মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ ময়দানে ভাঙনের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভারী বৃষ্টির কারণে এলাকাসহ মহাসড়কের পানি প্রবাহিত হওয়ার কারণে উত্তর দৌলতদিয়া ফেলু মোল্লা পাড়া ঈদগাহ ময়দানের পুরো অংশ পানির স্রোতে ভেঙে গেছে এবং নবনির্মিত বায়তুন নূর মসজিদটি ভাঙনের মুখে রয়েছে। এভাবে বৃষ্টি নামতে থাকলে মসজিদটি বিলিন হতে বেশি দিন সময় লাগবে না বলে জানিয়েছে এলাকাবাসী।
ফেলু মোল্লা পাড়া এলাকার বেশ কয়েকজন দুঃখ প্রকাশ করে বলেন, আমাদের এলাকা থেকে মসজিদ, মাদ্রাসার দূরত্ব অনেক হওয়ায় এরাকাবাসী সবাই চেষ্টা করে আমাদের সন্তানদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার জন্য মসজিদ, মাদ্রাসা এবং ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগাহ মাঠ স্থাপন করা হয়। কিন্তু এবারের ভারী বর্ষণের ফলে ঈদগাহ মাঠটি পুরোপুরি ভেঙে গেছে। মাদ্রাসা ও নবনির্মিত মসজিদটি ভাঙনের মুখে রয়েছে।ফেলু মোল্লা পাড়া বায়তুন নূর জামে মসজিদের ইমাম মো. শাফায়েত কাজী বলেন, ফেলু মোল্লা পাড়ায় প্রায় ৬০ থেকে ৭০টি পরিবারের বসবাস। গ্রামটিতে প্রায় ৩/৪ শতাধিক মানুষ বাস করে। সবাই মাদ্রাসায় এসে ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি দুটি ঈদে এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন। প্রতিদিন ভোরে প্রায় ৩৫ জন শিক্ষার্থী মাদ্রাসায় আরবি পড়তে আসে। কয়েক দিনের ভারী বৃষ্টিতে তিনটি প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন। মহাসড়ক ও এলাকার বৃষ্টির পানির প্রবাহে ঈদগাহ ময়দানের পুরো অংশ ভেঙে গেছে। এভাবে বৃষ্টি হতে থাকলে যেকোনো দিন মসজিদ ও মাদ্রাসা ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, জরুরিভাবে মাঠ সংস্কার ও পানির প্রবাহ বন্ধ না করা হলে তিনটি প্রতিষ্ঠান অচিরেই হারিয়ে যাবে। তাই এলাকার জন প্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।