কেকেএস সেফ হোমের শিশুর মায়েদের নিয়ে কেকেএস সেফ হোমে মা সভা (মাদার্স মিটিং) শনিবার অনুষ্ঠিত হয়।
সভায় শিশুদের খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন, মানসিক স্বাস্থ্য, নিরাপদ ও সুরক্ষা, শিশু পাচার, যৌন নির্যাতন, বাণিজ্যিক যৌন শোষণ এবং শিশুদের সমাজের মূল-স্রোতধারায় সম্পৃক্ত করার সহায়তা বিষয়ক আলোচনা করা হয়। বিষয়সমূহের উপর মত বিনিময় এবং শিশুদের জীবন-মান উন্নয়ন এবং সার্বিক সহায়তা নিশ্চিতকরণে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
সভায় শিশুদের উন্নয়নে আলোচনা করেন তানজিনা হাফিজ মনো-সামাজিক সহায়তা প্রদানকারী (কাউন্সিলর) কেকেএস টিপ-প্রকল্প, আলমগীর হোসেন সভাপতি, সিবিসিপিসি কমিটি ও সদস্য ৪নং ওয়ার্ড দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ, রুমা খাতুন, প্রকল্প কর্মকর্তা, কেকেএস প্রদীপ প্রকল্প, দৌলতদিয়া।
সভা পরিচালনা করেন শাহাদৎ হোসেন প্রোগ্রাম ম্যানেজার কেকেএস টিপ-প্রকল্প দৌলতদিয়া গোয়ালন্দ রাজবাড়ী। অনুষ্ঠানে সেফ হোমে বসবাসরত ৩৯জন শিশু, তাদের মায়েরা, কেকেএস সেফ হোম-ইনচার্জ, মেন্টরসহ সেফ হোমের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।