১০ তম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার ‘ স্লোগানে ১০ম গ্রেডে পদায়নের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ীতে। বুধবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সামনে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা শিক্ষক সমিতির সহ সভাপতি আঞ্জুমানয়ার বেগম, সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম ভূইয়া, সহকারী শিক্ষক রুবেল মন্ডল, আবু জাফর, মো. নাজিমুদ্দিন, ইফতেখার মাহমুদ, মোহাম্মদ সুজন, ফাতেমা বৈশাখী প্রমুখ।
বক্তারা বলেন, আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অবহেলিত। দীর্ঘদিন যাবৎ আমাদের সরকার আমাদেরকে নানাভাবে আশ্বাস দিয়ে আসছে। স্নাতক পাশের অন্য ডিপার্টমেন্টে যতগুলো সার্কুলার আছে সবাই ১০ম গ্রেডে বেতন পায়। অথচ আমাদেরকে বলে শিক্ষকতা কোনো চাকুরি নয়, এটা একটা মর্যাদার পেশা। বেতন দিয়ে সবসময় সবকিছু বিচার করা যায়না। কোথায় গেলে আমাদেরকে জিজ্ঞেস করে আপনি কততম গ্রেডে চাকরি করেন। আসলে এখন সবকিছু গ্রেডের উপর নির্ভর করে। গত ২২ সেপ্টেম্বর ১০ম গ্রেড বাস্তবায়ন কমিটির পাঁচ জন নেতৃবৃন্দ মাননীয় উপদেষ্টার সাথে দেখা করেছিল। সেখানে তারা আলোচনা সাপেক্ষে সাত কর্মদিবসের মধ্যে একটি কমিটি করে যাচাই বাঁছাই করার কথা বলা হয়েছে। আমরা বিগত দশ বছর ধরে এমন অনেক কমিটি দেখেছি। যে কমিটি শুধু কাগজ কলমে গঠন করা হয়। বাস্তবায়ন করা হয় না। তাই আমরা রাজপথে নেমেছি। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো।
মানববন্ধনে শতাধিক শিক্ষক অংশগ্রহণ করে। এসময় শিক্ষকরা ‘শিক্ষক কেন তৃতীয় শ্রেণীর কর্মচারী, ‘যখন প্রাথমিক শিক্ষকরা অবহেলিত, তখন শিক্ষা ব্যবস্থাই অবহেলিত’ ‘করলে শিক্ষকের অপমান, বাড়ে নাকো জাতির মান’ লেখা প্লাকার্ড প্রদর্শন করে।