রাজবাড়ী জেলার বেসরকারী মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে সকল মাদ্রাসা ও মাধ্যমিক স্কুলের শিক্ষকদের অংশগ্রহণে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মঙ্গলবার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।
রাজবাড়ী জেলা বেসরকারি মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষকের অংশ গ্রহণে বৈষম্য দূরীকরণ, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয় করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুল শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা, ও শিক্ষা সংস্কার কমিশন গঠন এর দাবিতে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিকের মাধ্যমে শিক্ষা মন্ত্রাণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। এসময় রাজবাড়ী শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভপাতি আল্লা নেওয়াজ খায়রু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আহসান হাবিব, রাজবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম শেখ, আ. মজিদ বিশ্বাস, আ. মান্নান সর্দার মো. ন্জমুল চৌধুরী, মো. ইকবাল হোসেন, লুৎফুন্নেছা, আব্দুর রউফ হিটু প্রমুখ প্রমুখ উপস্থিত ছিলেন।