রাজবাড়ীতে সদর উপজেলার বসন্তপুর বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. সেলিম উদ্দিন, জেলা পুলিশ লাইন্সের এএসআই মো. শরিফুল হোসেন জেলা বণিক ব্যবসায়ী সংগঠন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর পুরাতনহাট ও বাজার এলাকায় বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শণ করা এবং পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করার অপরাধে এস এ মেডিসিন কর্ণারকে ৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে বিসমিল্লাহ্ ভ্যারাইটিজ স্টোরকে একই পরিমান টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এসময় সরকারি বিধি-বিধান মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।