রমজান মন্ডল নামে এক ব্যক্তির হত্যা মামলার ১২ আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ রুহুল আমিন এ রায় ঘোষণা করেন।
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৫ সালের ৫ মার্চ পাংশা উপজেলার পেপুলবাড়ীয়া গ্রামের কোরবান মন্ডলের ছেলে রউচ উদ্দিন, আরশেদ মন্ডলকে মারধোর করে। এসময় তার ভাতিজা রমজান মন্ডল, ভাদু মন্ডল তাদের রক্ষা করতে গেলে তাদেরকেও মারধোর করে। ২০১৫ সালের ৯ মার্চ ধানমন্ডী জেনারেল এন্ড কিডনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রমজান মন্ডলের মৃত্যু হয়। এ বিষয়ে কোরবান মন্ডল বাদী হয়ে পাংশা উপজেলার পেপুলবাড়ীয়া গ্রামের সিরাজুল ইসলাম, বদর উদ্দিন, আলাউদ্দিন, ঝন্টু শেখ, মিন্টু শেখ, রাসেল শেখ, কাইয়ুম শেখ, হাওয়া বেগম, ঝানু বেগম, নুরুন্নাহার, আশুরহাটের আল আমিন, মহিষভাঙ্গার আজিজল মোল্যাকে আসামী করে মামলা দায়ের করেন। ২০১৬ সালের ৩১ আগষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা পাংশা থানার এস,আই মোঃ হাফিজুর রহমান ১২জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীর্ট দাখিল করেন।
রাজবাড়ী আদালতের পিপি অ্যড. উজীর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।