বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি একাদশ গ্রামের মহাশ্মশান ও জামালপুর ইউনিয়নের বেতাঙ্গা গ্রামে মহাশ্মশান দুটি একই স্থানে পাশাপাশি অবস্থিত। দুটি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে একে অপরের অংশগ্রহনে উৎসব হয়ে থাকে। সম্প্রতি বেতাঙ্গা শ্¥শানে চিতা সংস্কার করতে গেলে আড়কান্দি শ্মশান কমিটির একটি অংশ সরিয়ে চিতা নির্মাণের কথা প্রস্তাব দেওয়া মাত্র উত্তেজনা সৃষ্টি হয়। পরে নেতৃবৃন্দ তাদের স্ব স্ব চেয়ারম্যানের কাছে শরণাপন্ন হয়। মঙ্গলবার সকালে বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান এ কেএম ফরিদ হোসেন বাবুর সঞ্চালনায় বিরোধ নিষ্পত্তি হয়েছে। সভায় সিদ্ধান্ত হয় নিদিষ্ট স্থানেই চিতার কাজ হবে। চিতার পাশ্ববর্তী ম›িন্দরের অস্তিত্ব ঠিক রেখে ওয়াল নির্মান করার স্ধিান্ত গৃহীত হয়। এ সময় ২টি ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।্