রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের উদ্যোগে বুধবার দুপুরে জনশুমারি ও গৃহগণনা-২০২২ উপলক্ষে শুমারি/জরিপ কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে সভায় পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, সাংবাদিক মো. মোক্তার হোসেন ও এসএম রাসেল কবির, পরিসংখ্যান অফিসের এবিএম মহিউদ্দিন আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন। সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান কর্মকর্তা মাহাবুব হোসেন। বক্তারা আগামী ১৫-২১ জুন জনশুমারি ও গৃহগণনা-২০২২ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান সজিব হোসেন, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান ইমান আলী সরদার, যশাই ইউপির চেয়ারম্যান আবু হোসেন খান, মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুর রহমান প্রামানিক, পাট্টা ইউপির চেয়ারম্যান মো. আব্দুর রব (মোনা বিশ্বাস), কলিমহর ইউপির চেয়ারম্যান বিলকিছ বানু ও কশবামাজাইল ইউপির চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ, পাংশা হাসপাতালের আরএমও ডা. তরুন কুমার পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সমাজ সেবা কর্মকর্তা মো. রবিউল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শুমারি/জরিপ কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।