রাজবাড়ীর গোয়ালন্দে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একাত্বতা প্রকাশ ও দেশে সাধারণ শিক্ষার্থীদের গ্রেফতার ও হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবী আদায়ে গণ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ও গোয়ালন্দ অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে গণ মিছিলটি সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ হতে ঢাকা-খুলনা মহাসড়কের পৌর জামতলা হয়ে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে এসে অবস্থান কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসূচিতে এসময় গোয়ালন্দে ছাত্র আন্দোলন সমন্বয়কের মধ্যে বক্তব্য দেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাশেদুল ইসলাম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসিমুল হাসান প্রমুখ।
অবস্থান কর্মসূচি শেষে মিছিলটি পুনরায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন অধিকার ও আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক মো. রাশেদুল ইসলাম। এসময় রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী সাজেন হোসেনসহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে অংশ নেয়।