দীর্ঘ আট মাস ধরে মাকে খুঁজে চলেছেন শারীরিক প্রতিবন্ধী আলম মুন্সী। প্রতিদিন প্রতীক্ষায় থাকেন কখন ফিরবেন তার মা। চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নিখোঁজ হন তার মা সুফিয়া বেগম (৭৫)। আলম মুন্সী রাজবাড়ী শহরের লক্ষীকোল এলাকার বাসিন্দা। বাড়ির পাশে একটি দোকানে ক্ষুদ্র ব্যবসা করে জীবীকা নির্বাহ করেন তিনি।
আলম মুন্সী জানান, তার মা মানসিক রোগী। কখনও সুস্থ থাকেন আবার কখনও অসুস্থ হয়ে পড়েন। তিনি অতিশয় দরিদ্র মানুষ। একটি ছোট দোকান করে কোনমতে সংসার চালান। তবুও মাকে সুস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। বেশ কয়েকবার মানসিক ডাক্তারের কাছে নিয়েছেন। কিন্তু কোনো লাভ হয়নি। কিছুদিন স্বাভাবিক আচরণ করেন। কিছুদিন থাকেন অস্বাভাবিক। জানুয়ারির প্রথম সপ্তাহের কোনো একদিন (সঠিকভাবে তারিখ বলতে পারেননি) তার মা নিখোঁজ হন। এরপর বহু জায়গায় খুঁেজছেন। আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিতজন সবার বাড়ি গিয়েছেন। গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টারিং করেছেন। কিন্তু কোথাও তার মাকে পাননি। কোথাও যখন খুঁজে পাননি তখন এলাকার এক ব্যক্তির পরামর্শে গত ২৭ জুন তারিখে রাজবাড়ী সদর থানায় জিডি করেন। কিন্তু এখনও কোনো সন্ধান পাননি। প্রতিদিন তিনি মায়ের জন্য প্রতীক্ষা করেন। কখন ফিরবেন তার মা। দীর্ঘশ্বাস ফেলে বলেন, মা থাকতে প্রতিদিন আমি খেয়েছি কীনা জিজ্ঞাসা করতেন। একটু রাতে বাড়ি ফিরলে দুশ্চিন্তা করতেন। এখন আর জিজ্ঞেস করার কেউ নেই।
রাজবাড়ী সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধান জানান, নিখোঁজ বৃদ্ধাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।