গত জন্মের প্রেমিক
আনজানা ডালিয়া
বৃষ্টি ভেজাবে আমার শার্শী
ভিজবে আমার কবুতরের ঝুটি
ভিজবে হিজল ফুল ছড়ানো মাটি
তৃষ্ণার্ত চাতক ভেজাবে ঠোঁট
বৃষ্টির শব্দ মনের নিঃসঙ্গতা ভেঙে দিবে।
বারবার মনে হয় গতজন্মে বৃষ্টিই আমার প্রেমিক ছিলো।
তাই এজন্মে বৃষ্টি আমাকে অস্থির করে তোলে
মন আলিঙ্গনে, আহ্লাদে, উত্তালে মোম হয়ে গলে।
আনজানা ডালিয়া
মিরসরাই,চট্টগ্রাম