গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) কার্যালয়ে রাজবাড়ী জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল পরিদর্শনে আসেন। বুনিয়াদী প্রশিক্ষনের অংশ হিসেবে তারা এনজিও পরিদর্শনে আসেন। প্রতিনিধিগন হচ্ছেন এগ্রিকালচারাল এক্সটেনশন অফিসার সেতু বিশ^াস, সাইন্টিফিক অফিসার এন আর জয়, ইন্সট্রাক্টর এটিটি ঝিনাইদহ সানজিদা সুলতানা, সাইন্টিফিক অফিসার শারমিন সুলতানা, উপজেলা ফিসারিস অফিসার মো. সাইফুল ইসলাম, এগ্রিকালচারাল এক্সটেনশন অফিসার মো. তৌফিকুল ইসলাম, পল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার মো. আবু সাঈদ হাসান নয়ন, ইন্সট্রাক্টর এটিটি রিপন চন্দ্র ঘোষ, ইন্সট্রাক্টর এটিট মো. পাভেল রানা।
এসময় উপস্থিত ছিলেন কেকেএস এর নির্বাহী পরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। কেকেএস এর সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন সংস্থার সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম (রুমন)। কেকেএস ক্ষুদ্রঋণের পাশাপাশি শিশু শিক্ষা, সেফহোম, কারিগরি প্রশিক্ষণ, আদিবাসি স্কুল, প্রতিবন্ধীদের নিয়ে উন্নয়ন কার্যক্রম,প্রশিক্ষণের মাধ্যমে চাকুরির ব্যবস্থাসহ সংস্থার ব্যবস্থাপনার নানা দিক তুলে ধরেন।
বীর মুক্তিযোদ্ধ ফকীর আব্দুল জব্বার বলেন, সার্বভৌমত্বের জন্য একটি পতাকার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। দেশ স্বাধীন করেছি। কিন্তু মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য এখনো যুদ্ধ করে যাচ্ছি। আমার সকল কাজ তৃণমূল সাধারণ মানুষের জন্য। সরকারের সকল কাজের সহায়ক হিসেবে আমরা কাজ করে চলেছি। আমরা চাই প্রতিটি শিশু শিক্ষার আলোয় বড় হয়ে উঠুক। তারা বড় হয়ে দেশের উন্নয়নে অবদান রাখবে বলে আমি বিশ^াস করি। অতিথিবৃন্দ সংস্থার সার্বিক কর্মকা-ের ধারণা নেন। সেই সাথে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তারা সেফহোম সহ কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের ইচ্ছা পোষণ করেন।