রাজবাড়ীতে “বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ ” প্রতিপাদ্যে মঙ্গলবার সকালে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে জেলা শহরের আজাদী ময়দানে এই মেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রেজাউল করিম, সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন, ফরিদপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুস ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী ও রাজবাড়ী পৌর মেয়র আলমগীর শেখ তিতু ।
বক্তারা বলেন, সারা বিশ্বেই তাপদাহ বেড়ে গেছে। আমাদের দেশেও এখন এই তাপদাহের প্রভাব পড়ছে। এর থেকে মুক্তি পেতে হলে আমাদের বেশি বেশি গাছ রোপণ করতে হবে। গাছ রোপণ করলে শুধু যে তাপদাহ থেকে আমরা বাঁচবো বিষয়টি এরকম না। গাছ আমাদের ফল দেয়, ঔষুধি গাছ থেকে আমরা ঔষুধ তৈরি করি। এছাড়া গাছের ফল আমাদের শরীরের বিভিন্ন পুষ্টির চাহিদা মেটায়। তাই আমাদের যেখানে গাছ লাগানোর সুযোগ আছে সেখানেই গাছ লাগাতে হবে। আমাদের বৃক্ষ প্রেমী হতে হবে।