আকাশের মতো অসীম তোমার মন
পাহাড়ের মতো বিশাল হৃদয়
সবুজ উন্মুক্ত খোলা মাঠ তোমার মনের ক্যানভাসে,
অপার ভালোবাসায় মুগ্ধ করো যে কাউকে।
তোমার কলমের তুলিতে ভাসে বাস্তবতার চিরাচরিত রূপ।
সততা আর সরলতার কারুকার্য শোভিত করেছে তোমার সুন্দর জীবন।
তুমি আমার! আমাদের! পরিবার এবং সমাজের এক উজ্জ্বল নক্ষত্র।
তোমার রয়েছে অগনিত ভক্ত পাঠক যাদের হৃদয়ে তোমার বসবাস।
তোমার ভালোবাসার মায়া জালে যে একবার ডুব দিয়েছে, সে আর কভুও ফিরে আসবে না।
তোমার লেখনীতে উঠে আসে দেশ বিদেশের বাস্তব সত্য নানান কাহিনী,
তোমার কলমের ছোঁয়ায় কখনো গল্পে, কখনো কবিতায় সুন্দর প্রকৃতি ভেসে ওঠে সুসজ্জিত রূপে।
কতো দূর বহুদূরে তোমার বসবাস, তবুও রয়েছো হৃদয়ের মধ্যমণি হয়ে।
তুমি আমাদের প্রিয় লেখিকা “জান্নাতুল ফেরদৌসী মেহমুদ”।
যতই দূরে থেকো না কেনো তুমি আছো হৃদয়ের কাছাকাছি।