রাজবাড়ীর কালুখালীতে জিহাদ নামে এক কিশোরের হত্যারহস্য ২২ মাস পর উদ্ঘাটনের তথ্য দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফরিদপুর। ২০২২ সালের ৩ সেপ্টেম্বর পাশের রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার গঙ্গানন্দপুর ঈদগাহ ময়দানে পাওয়া যায় ১৪ বছর বয়সী ওই কিশোরের লাশ। তাকে যৌন নির্যাতনের পর আরেক কিশোর শাকিল (১৬) হত্যা করে বলে জানিয়েছে পিবিআই। বর্তমানে ওই কিশোর আরেকটি যৌন নির্যাতনের ঘটনায় গাজীপুরের কিশোর সংশোধনাগারে আছে। ফরিদপুর পিবিআইর পুলিশ সুপার মো. রবিউল ইসলাম গতকাল বুধবার দুপুরে তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।
ভুক্তভোগী কিশোরের বাড়ি ফরিদপুর সদরের চরনশিপুর গ্রামে। ২০২২ সালের ১ সেপ্টেম্বর সে রাজবাড়ীর কালুখালী থানাধীন হরিণবাড়িয়া যাওয়ার উদ্দেশে রওনা হয়। দু’দিন পর গঙ্গানন্দপুর ঈদগাহ ময়দানে লাশ পাওয়া যায় তার। কালুখালী থানা পুলিশ লাশের সুরতহাল প্রস্তুত করে ও আলামত জব্দ করে।
পিবিআই কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ওই হত্যাকান্ডের তদন্তভার পাওয়ার পর তারা জানতে পারেন ২০২৩ সালে ঈদুল আজহার দিন কালুখালী সরকারি কলেজ মাঠে এক শিশুকে যৌন নির্যাতনের সময় ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়। মামলায় গ্রেপ্তার হয়ে সে গাজীপুরের কিশোর সংশোধনাগারে আছে।
তারা ওই কিশোরের ডিএনএ নমুনার সঙ্গে ২০২৩ সালের সেপ্টেম্বরে হত্যার শিকার কিশোরের লাশ থেকে পাওয়া ডিএনএ নমুনার মিল পান। এ ঘটনায় ওই কিশোরকে একমাত্র আসামি করে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. জালাল উদ্দিন সরদারের মাধ্যেমে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে বলেও জানান তিনি।