এসো বৃষ্টি
নূরজাহান নীরা
এসো বৃষ্টি জলদি
মেখে দিবো হলদি
আমার প্রিয়র গায়ে,
করেছে সে আড়ি
যাবে মেঘের বাড়ি
পদ্ম পাতার নায়ে।
ফুটাবে ফুল শাপলা
সারা বেলা একলা
ডাক দিবে না মোরে,
দুর্বা ফুলের মালা
গাঁথবে সারা বেলা
পরাতে তোমারে।
প্রিয় আমার অভিমানী
মধুর তার কলতানি
ছলাৎ ছলাৎ সুর,
যায় না তারে ঘরে রাখা
হলেও পথ আঁকাবাঁকা
ছোটে বহু দূর।