গত কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় ৩৮ সে. মি. পানি বৃদ্ধি পেয়েছে। দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে ৭.৩৮ সে. মি. উপর দিয়ে পানি প্রাবাহিত হচ্ছে। আগামী আরো দুই থেকে তিন দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকলে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে বিপদসীমা ৭.৯০ সে. মি.। আর ৫২ সে. মি. পদ্মার পানি বাড়লে বিপদসীমা অতিক্রম করবে।
ইতমধ্যে বেড়ি বাঁধের নিম্নাঞ্চলে ফসলী জমি ও জনসাধারনের চলাচলের কাচা রাস্তায় পানিতে তলিয়ে যেতে শুরু করেছে। পদ্মা তীরবর্তী বসবাসরত দৌলতদিয়া, দেবগ্রাম, ছোটভাকলা, উজানচর, বরাট, মিজানপুর, চন্দনী, খানগঞ্জ, রতনদিয়া, কালিকাপুর, হাবাসপুর ও বাহাদুরপুর সহ দশ থেকে বারোটি ইউনিয়নের চরাঞ্চলের জনবসতি পূর্ণ গ্রামগুলোর বাড়ির আঙ্গিনা ও চারপাশ পানির কারনে চলাচল সমস্যা দেখা দিয়েছে। গবাদিপশুর খাবার সংকট ও রাস্তা সহ ফসলী জমি তলিয়ে যাচ্ছে। প্রতিদিন পানি বৃদ্ধির কারনে তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা।