গোয়ালন্দ উপজেলা পৌর জামতলা এলাকার বাসিন্দা এক ব্যক্তি তার কলেজ পড়ুয়া মেয়ের বই কিনতে পারছিলেন না অর্থাভাবে। বই কেনার জন্য সহযোগিতার হাত বাড়ালেন সৌদি প্রবাসী মো. সালমান জেড রাহমান (সোলাইমান)। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেখে এগিয়ে আসেন সৌদি প্রবাসী সোলাইমান মৃধা।
জানা যায়, একাদশ শ্রেণির শিক্ষার্থী একাদশ শ্রেণির প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিচ্ছেন। কিন্তু অর্থনৈতিক সমস্যা থাকায় পরিবার তাকে বই কিনে দিতে পারেনি। বিষয়টি নিয়ে একজন সংবাদকর্মী ফেসবুকে পোস্ট দেন। লেখাটি ফেসবুকে দেখা মাত্রই এগিয়ে আসেন সৌদি প্রবাসী বর্তমান দেশে অবস্থানরত মো. সোলাইমান মৃধা। বইগুলো কিনে বুঝে দেন সান্তনার পরিবারের হাতে। বই পেয়ে কলেজছাত্রী ও তার বাবা খুব খুশি। তারা বলেন, পরিবার নিয়ে অনেক কষ্টে আছি। টাকার অভাবে মেয়েকে বই কিনে দিতে পারছিলাম না। এমন সময় মানবিক একজন মানুষ সোলাইমান ভাই আমার মেয়ের পাশে এসে দাঁড়ানোর জন্য তার কাছে আমরা চিরকৃতজ্ঞ।
সোলাইমান মৃধা জানান, একজন অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। মেয়েটি বইয়ের অভাবে ভালোভাবে পড়ালেখা করতে পারছে না ব্যাপারটা শুনতেই খারাপ লেগেছে। চেষ্টা করবো সমাজে অসহায় মানুষের পাশে থাকতে। সবশেষে তিনি মেয়েটির উত্তরোত্তর সফলতা ও মঙ্গল কামনা করেন।