আমার দেশের নিত্য পণ্যের
দামটা আকাশ ছোঁয়া,
কিনতে গেলে হৃদয় পোড়ে
উঠে কালো ধোঁয়া।
হর হামেশাই দাম বেড়ে যায়
সকল পণ্যে দেখি,
কেউ ধরে না লাগাম টেনে
সাধুর বেশে মেকি।
গরীব মরে ক্ষুধার জ্বালায়
অনাহারে থাকে,
মধ্যবিত্ত বাজার স্রোতে
ভাসে দুখের বাঁকে।
কথা মালার ফুলঝুরিতে
চন্দন ছুঁড়ে মুখে,
দ্রব্যমূল্য নয় ছয় করে
জনগণ রয় দুখে।
দেশটা এখন নিলাম পণ্য
প্রেক্ষাপটে ঘেরা,
শান্তির রবি নীল ছোবলে
সামনে কালো ডেরা।
(গাজীপুর-ঢাকা)